রোযার ফরজ কয়টি | Rojar foroj koiti | Fasting | রোযার শর্ত সমূহ | Rojar hadis bangla | রোযার ফরয | রোযার নিয়ত | when fasting/fasting is compulsory | রোযা 2024
মাহে রমাদান .
রোযার ফরজ কয়টি | Rojar foroj koiti | Fasting | রোযার শর্ত সমূহ | Rojar hadis bangla | রোযার ফরয | রোযার নিয়ত | when fasting is compulsory | রোযা 2024
রোযা/রোজা মুসলমানদের ৫টি ফরয ইবাদতের মধ্যে অন্যতম। প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলার উপর রোযা/রোজা ফরজ। আমরা অনেকেই জানিনা কখন রোযা/রোজা ফরজ/ফরয হয়। আজ আমরা রোযার/রোজার ফরয/ফরজ কয়টি ও কি কি এবং রোযার/রোজার শর্ত সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ্। আপনারা পূরো আলোচনা টি পড়লে অনেক উপকৃত হবেন আশারাছি।
রোযার ফরজ কয়টি Rojar foroj koiti Fasting রোযার শর্ত সমূহ Rojar hadis bangla রোযার ফরয রোযার নিয়ত when fasting is compulsory রোযা 2024
রোযার ফরজ কয়টি Rojar foroj koiti Fasting
Fasting/fasting is one of the 5 obligatory acts of worship for Muslims. Fasting/fasting is obligatory for every boy male and female. Many of us do not know when fasting/fasting is obligatory/compulsory. Today we will discuss in detail about how many and what are the obligations of fasting/fasting and the conditions of fasting/fasting, Inshallah. I hope you will benefit a lot from reading the whole discussion.
রোযার ফরজ কয়টি রোযার শর্ত সমূহ
আলহামদুলিল্লাহ ,
সর্বপ্রথম আল্লাহ্ শুকুরিয়া যে, আল্লাহ্ তার এই ছোট্ট গোলামকে রোযা নিয়ো কিছু বলার সুযোগ দান করলেন.
১। রোযার ফরজ কয়টি ও কি কি ।
প্রথমে আমাদের যানতে হবে ফরয কি? ইসলামী শরীয়তে ফরয বলতে বুঝায় যে কাটি আমাদের অবশ্যই করতেই হবে, না করলে হুকুর অমান্য করা হবে. অর্থাৎ আমলটি গ্রহণ করা হবে না।
রোযার ফরয
রোযার ফরয রোযার ফরয হলো দুটি,
১। নিয়ত করা
২। পানাহার ও কামাচার পরিত্যাগ করা
১। নিয়ত করা
রোজার ফরজ বা দুইটি রুকন, প্রথমটি হলো নিয়ত;
নিয়ত হল, মহান আল্লাহর আদেশ পালন করার উদ্দেশ্যে রোজা রাখার জন্য হৃদয় বা অন্তরের সংকল্প।
মহান আল্লাহ বলেন,
وَ مَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰهَ مُخۡلِصِیۡنَ لَهُ الدِّیۡنَ ۬ۙ حُنَفَآءَ وَ یُقِیۡمُوا الصَّلٰوۃَ وَ یُؤۡتُوا الزَّکٰوۃَ وَ ذٰلِکَ دِیۡنُ الۡقَیِّمَۃِ
আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়; আর এটিই হল সঠিক দীন।
সুরা বাইয়েনা ৫নং আয়াত
আর মহানবী সঃ বলেন,
সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল এবং মানুষের তাই প্রাপ্য হয় যার সে নিয়ত করে।
সহীহ বুখারী হাদিস নং 1
হাফসা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ফজরের পূর্বেই যে লোক রোযা থাকার নিয়্যাত করেনি তার রোযা হয়নি।
জামে আত তিরমিজী হাদিস নং ৭৩০
২। পানাহার ও কামাচার পরিত্যাগ করা
ফজর উদয় হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময় ধরে যাবতীয় রােযা নষ্টকারী জিনিস থেকে বিরত থাকা।
মহান আল্লাহ বলেন,
অর্থাৎ,আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর।
সূরা বাকারা আয়াত নং ১৮৭
আদী ইবনু হাতিম (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হলো ‘তোমরা পানাহার কর (রাত্রির) কাল রেখা থেকে (ভোরের) সাদা রেখা যতক্ষন স্পষ্ট রুপে তোমাদের নিকট প্রতিভাত না হয়’ তখন আমি একটি কাল এবং একটি সাদা রশি নিলাম এবং উভয়টিকে আমার বালিশের নিচে রেখে দিলাম। রাতে আমি এগুলোর দিকে বারবার তাকাতে থাকি। কিন্তু আমার নিকট পার্থক্য প্রকাশিত হলো না। তাই সকালেই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে এ বিষয় বললাম। তিনি বললেনঃ এতো রাতের আঁধার এবং দিনের আলো।
সহীহ বুখারী হাদিস নং ১৯১৬
বিঃদ্রঃ
আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে যানাবেন
20-03-2023
MD. AZIZUL ISLAM
BISMILLAH GARDEN
কোন মন্তব্য নেই
Thank you for your comment.